ঠাকুরগাঁও জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের প্রতিকৃতিতে জেলা কৃষক লীগের নব নির্বাচতি কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। ১ আগষ্ট সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় জাতির পিতার স্মরনে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দলীয় কার্যলয়ে এক সংপ্তি আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী রিংকু সহ কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।