ঠাকুরগাঁও জেলায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক দেখলে মনে হয় যেন এটি সড়ক নয়, একটি ট্রাক স্ট্যান্ড। যে যেখানে পারছেন সড়কের উপরে যত্রতত্রভাবে পার্কিং করছেন ট্রাক। এতে যানজট সৃষ্টি সহ চরম দুর্ভোগ ও দুর্ঘটনার শিকার হচ্ছেন জনসাধারণ। সড়কে যানজট এড়াতে ও দুর্ঘটনা কমাতে ২০১৭ সালে শহর থেকে প্রায় দের কিলোমিটার দূরে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ট্রাক টার্মিনাল। কিন্তু তা সত্ব্যেও ট্রাক গুলো সেখানে না রেখে আগের মতোই পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের উপরে ও ধারে যত্রতত্রভাবে রাখছেন ট্রাক। সড়কের উপরে এভাবে ট্রাক পার্কিং করায় যানজট সৃষ্টির ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী সহ অন্যান্য যানবাহনকে। এমনকি এর ফলে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানীও ঘটছে অনেক। এভাবে সড়কের উপরে ও পাশে গাড়ি রাখা হলে যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা ।তাই স্থানীয়রা সহ সড়কে চলাচলকারীদের দাবি দ্রুত এই ট্রাক গুলোকে একটি নির্দিষ্ট স্থানে রাখার।
সহিদুল ইসলাম নাকে এক পথচারী বলেন, ‘রাস্তার উপরে ও ধারে এভাবে গাড়ি রাখার ফলে আমাদের চলাচলে খুব সমস্যা হয়। যদি গাড়ি গুলো একটি নির্ধারিত স্থানে রাখা হয় তাহলে আমরা একটু নিরাপদে চলাচল করতে পারি।, শহরের সত্যপীরব্রীজ এলাকার বাসিন্দা বিপ্লব বলেন, ‘সড়কের দুই ধারে ও সড়কের উপরে গাড়ি পার্কিং করে রাখার কারণে অন্যান্য যানবাহন সহ রাস্তায় চলাচলকারী সকলের সমস্যা হচ্ছে। এর কারণে অনেক দূর্ঘটনাও ঘটছে। সম্প্রতি গত ১৬ আগস্ট মঙ্গলবার সড়কের উপরে গাড়ির রাখার ফলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কায় খায় এতে ঐ ট্রাকের ১ জন হেল্পার নিহত হন। এভাবে দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষের পাণ হড়িয়েছেন। তাই আমারা চাই গাড়ি গুলো রাখার জন্য যে নির্ধারিত স্থান করা হয়েছে সেখানে গাড়ি গুলো রাখা হোক।
অন্যদিকে মিজানুর রহমান নামে এক ট্রাক চালক অভিযোগ করে বলেন, ‘নতুন ট্রাক ট্রার্মিনালে ভালো কোন খাবারের হোটেল ও গাড়ি মেরামত করার ব্যবস্থা নাই। তাই আমরা কষ্ট করে হলেও পুরাতন বাসস্ট্যান্ড এলাকাই এসে গাড়ি গুলোকে মেরামত করাই ও এখানে এসে খাবার খাই।, আজিজুল নামে আরেক ট্রাক চালক বলেন, ‘নতুন ট্রাক ট্রার্মিনালে তেমন কোন সুযোগ সুবিধা নেই। আর পুরাতন বাসস্ট্যান্ডে আমরা সকল সুযোগ সুবিধা পাই। তাই এখানেই আমরা গাড়ি নিয়ে আসি। নতুন ট্রাক ট্রার্মিনালে যদি গাড়ি মেরামতের ভালো ব্যবস্থা ও খাবার হোটেলের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা সেখানেই গাড়ি রাখবো আর এখানে গাড়ি নিয়ে আসবো না।’ট্রাক ট্রার্মিনাল থাকা সত্ব্যেও সড়কের উপরে ট্রাক পার্কিং করার বিষয়ে ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সাংবাদিকদেরকে জানান, ‘এবিষয়ে তারা ওয়ার্কশপ, গাড়ির মালিক ও চালকদের সাথে আলোচনা মাধ্যমে দ্রুত এর সমাধান করে সব ট্রাক গুলোকে ট্রার্মিনালে রাখার ব্যবস্থা করা হবে। এছাড়াও নতুন ট্রাক ট্রার্মিনালে যে ওয়ার্কশপ গুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।’
ঠাকুরগাঁও কে যানজট মুক্ত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ বলে, সাংবাদিকদেরকে জানান, ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুক হোসেন। তিনি বলেন, আগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের কারণে অনেক যানজট সৃষ্টি হতো এখন কিছুটা হলেও আমরা তা কমিয়েছি।
সড়কের উপরে যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণভাবে বেআইনি। কেউ যদি সড়কে অবৈধভাবে যানবাহন রাখে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদেরকে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।