যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলেরে। এই একলা চলার অদ্যম সাহস নিয়ে চট্টগ্রাম ব্যস্তময় এলাকায় প্রেসক্লাবে সামনে এককভাবে তেল গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজ শিক্ষক আরমান খান।
দুপুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে ব্যানার টাঙিয়ে প্রেসক্লাবের সামনে তিনি একা বসে থাকেন।
এই সময় কলেজ শিক্ষক আরমান খান বলেন,
দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে জনগণের নাভিশ্বাস অবস্থায় আর এই দুর্ভোগে বাড়ানো হয়েছে তেলের দাম। এতে করে মানুষের দুঃখ কষ্ট বেড়েছে। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে। মানুষ দু-বেলা খেয়ে বাঁচতে চাই। আর আমি সে অধিকার নিয়ে মাঠে নেমেছি। আমার যুক্তিক দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।
সময়ের পাল্লা দিয়ে প্রতি নিয়ত বেড়েছে যাচ্ছে নিত্যপণ্যের দাম, গ্যাসের দাম, ভোজ্যতেলের দাম, ওষুধের দাম, পানির দাম, সবশেষ জ্বালানি তেলের দামও। এসব দামের বৃদ্ধিতে সাধারণ মানুষ পড়েছে চরম বিপদে। এক্ষেত্রে আয়ের চেয়ে বেড়েছে তাদের ব্যয়। জীবন যাত্রায় কঠিন সংকটে পড়েছে তারা চরম ভোগান্তিতে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সাধারণ মানুষের জন দূর্ভোগ আরো বেড়েছে যাবে, এমনটা মনে করেন সচেতন মহল।