নানামুখী প্রশিক্ষনের মাধ্যমে নারীদের কর্মঠ করে গড়ে তুলতে দিনাজপুরে নারী ঐক্য পরিষদের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
২৫ শে আগষ্ট বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর প্রেসকøাব মিলায়তনে নারী ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ব্লকবাটিক সনদপত্র বিতরণ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা মোছা: হাবিবা আক্তার, নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী, প্রচার সম্পাদক জাহেদা আক্তার,টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মাকসুদা করীম তুলি। সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো: মমিনুল ইসলামের সভাপত্বিতে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ দিনাজপুর শাখার সভাপতি নাজমা পারভীন ও সা: সম্পাদক শামিমা আক্তার সীমা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে, সেকানে নারীদের ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশের নারীদের স্বাবলম্ভী করতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রকল্প করেছেন। তিনি ভাবে পুরুষের পাশাপাশি নারীর উন্নয়ন করার সম্ভব হলে একটি পরিবার উন্নত হবে সেই সাথে দেশেরও উন্নয়ন সাধিত হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা, প্রশিক্ষন লব্ধজ্ঞান কাজে লাগিয়ে নিজেদের পারিবারিক উন্নয়ন ঘটাতে হবে।
নারী ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গৃহিত ১৪ দিন ব্যাপী ব্লকবাটিক প্রশিক্ষনে সদরের ১৪ জন নারী শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়াও আগামী দিনে সংগঠনের কর্মীদের স্বাবলম্ভী করতে সেলাই,ব্লকবাটিক,মৌ-চাষ,নকশিকাথাসহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।