ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধনের পর মাদ্রাসা অডিটোরিয়ামে আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন ও শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ ইব্রাহীম খলিল, প্রভাষক কাজী আশরাফ উদ্দিন, শিক্ষক মাহবুবুর রহমান ভূইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। তেলাওয়াত করেন, ইবতেদায়ী মৌলভী মোঃ বাকি বিল্লাহ।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে, মাননীয় প্রধানমন্ত্রীর নেক হায়াত কামনা করে দোয়া পাঠ করেন অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।