নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মাধবদী হেরিটেজ রিসোর্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উপস্থিত থেকে বার্ষিক আয় ব্যয় বিবরণী২০২১ পাঠ ও সম্ভাব্য আয় -ব্যায় বাজেট ২০২২-২০২৩ পেশ করেন।
এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন , বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শওকত আলী ইঞ্জিনিয়ার, নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন (সিআইপি ,) সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব হেলাল মিয়া নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ, ,নরসিংদী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মোমেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন, মোঃ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, আব্দুল কাইয়ুম মোল্লা, মোঃ কাজিম উদ্দিন,হাসিব আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, মুক্তাদীন ডাইং প্রিন্ট এন্ড ফিনিশিং মিলস এর পরিচালক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া সহ নরসিংদী মেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন। এসময় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির( সিআইপি) বলেন আমরা আগামী নির্বাচন একটি অবাধ সুষ্ঠু সংবিধান সম্মন্ন নির্বাচন চাই, বিশ্বব্যাপী করোনার প্রাদুরভাব থাকায় আমরা যথাসময়ে এজিএম করতে পারিনাই তবে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই। অথচ জামাত বিএনপি চক্র ঘরে বসে কমিটি করে নরসিংদী চেম্বার দখল করতে চায় আমরা তাদের যে কোন মূল্যে প্রতিহত করবো