রবিবার রাতে নরসিংদীর দাসপাড়ায় একটি ড্রেনে ফেলে দেয়া নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেছেন সালমা নামে এক নারী। নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা শিশুটিকে নিয়ে যেতে অপেক্ষায় আছেন তিনি।
তার স্বামী রহম আলী পেশায় রাজমিস্ত্রীর সহকারী। নরসিংদী শহরের দাসপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে মেয়ে শিশু প্রসব করেন সালমা। পরে স্বামীর কথায় শিশুকে নালায় ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি।
সালমা জানান, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে। রহম আলীর সাথে এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। ১০ বছর আগে স্বামী মারা যান। এরপর প্রথম স্বামীর সংসারে এক ছেলে দুই মেয়ে রেখে সাত বছর পর দিনমজুর রহম আলীর ঘরে দ্বিতীয় সংসার বাঁধেন তিনি। তার স্বামীর প্রথম স্ত্রী বিদেশে থাকন। তার প্রথম সংসারে তিন ছেলে রয়েছে।
সালমার অভিযোগ, গর্ভধারণের পর থেকে স্বামী রহম আলী বাচ্চাটি নষ্ট করার জন্য বলেন। পরে স্বামীর কথায় শিশুটিকে ড্রেনে ফেল দেন। অভিযোগের বিষয়ে রহম আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান বলেন, নালা (ড্রেন) থেকে উদ্ধার হওয়া শিশুটির মায়ের সন্ধান পাওয়া গেছে। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মা দাবি করা৷ ওই নারীর প্রমাণ পেলে আমরা মায়ের কোলে ফিরিয়ে দিবো শিশুটিকে। প্রমাণ না মিললে, শিশুটিকে আমরা আজিমপুরে ছোটমনি নিবাসে পাঠিয়ে দিবো।