জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার ১৫আগষ্ট বিকাল সাড়ে ৩টায় কুইজ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্ঠা সভাপতি অধ্যাপক চৌধুরী আজমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মুহাম্মদ জুলফিকার বিন হোছাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মুহাম্মদ ইব্রাহীম। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ নাহিয়ান বিন করিম।
এতে অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো চকোরিয়া প্রতিনিধি ও ফেসবুক অনলাইন সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, অনলাইন সেন্টমার্টিনের প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ বিন হোছাইন ও সাবেক পরিচালক মুহাম্মদ আমির হোছাইন। এসময় শিশু বান্ধব মুহাম্মদ ইয়ামিন আসাদসহ শিশু সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে কুইজ ও সুন্দর হাতে লেখা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে দেশও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিশু বান্ধব অধ্যাপক চৌধুরী আজম।