রাউজানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।কর্মসূচীর মধ্যে ছিল শোক র্যালি,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,খতমে কোরআন, দোয়া মহফিল,আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ।সোমবার (১৫ আগস্ট) রাউজান উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজিত পৃথক পৃথক দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙালি জাতির জন্য গর্বের। বঙ্গবন্ধু না জন্মালে একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না।১৫ আগস্টের কালরাতে ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।রাউজান উপজেলা আওয়ামীলীগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,কাজী মোহাম্মদ ইকবাল,যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,যুবলীগ নেতা সাজু মোঃ নাছের, সুমন দে,স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী,হাসান মোহাম্মদ রাসেল,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবলু,অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ,আরমান সিকদার,ফয়সাল মাহমুদ।উপজেলা আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইমলাম,সহকারী কমিশনার (ভুমি) রিদুওয়ানুল ইসলাম প্রমুখ।