বাঁশখালী উপজেলার কোকদন্ডি ইসলামীয়া দাখিল মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক ও বর্তমান প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. এর ডিজিএম, বৈলছড়ি সাংগঠনিক অফিসের ইনচার্জ মাস্টার অলিউল ইসলামের চিকিৎসা সহায়তার তহবিল গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার জি.এস.প্লাজাস্থ প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. জলদী এফ.পি.আর সেন্টারে মাস্টার অলিউল ইসলাম চিকিৎসা সহায়তা তহবিলের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হামেদ এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান ও মাস্টার অলিউল ইসলাম চিকিৎসা সহায়তা তহবিলের সভাপতি মোজাম্মেল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন মাস্টার অলিউল ইসলাম চিকিৎসা সহায়তা তহবিলের সাধারণ সম্পাদক প্রফেসর জাকের আহমদ।
এ সময় বক্তারা বলেন, মাস্টার অলিউল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভোগছিলেন। ইতোমধ্যে তার ডান পাশের কিডনি পুরোটাই ডিমেইজ হয়েগেছে। চিকিৎসকরা জানিয়েছেন বাম পাশের কিডনির অবস্থাও খারাপ। এটির ৮৫ ভাগ ডিমেইজ হয়েগেছে। দ্রুত এটি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ৩৫ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে ইতোমধ্যে সর্বশান্ত হয়েছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহ করার জন্য সমাজের সর্বস্তরের সহযোগীতার আহ্বান জানান তারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাইম ইসলামী লাইফের জিএম জিয়াউল হক জিয়া, জলদী শাখার ডিজিএম আজগর হোসেন, বিএম শাহাদত হোসেন আজগর, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদ আহমদ প্রমুখ।