1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর শাওন ঢাবির এসএম হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

বাঁশখালীর শাওন ঢাবির এসএম হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম ইউনিট সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) শাখার সভাপতি নির্বাচিত হয়েছে বাঁশখালীর সন্তান নাছির উদ্দিন শাওন। নাছির উদ্দিন শাওন ২০০৮সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসি পাশ করে স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাবিতে ২০১১-১২সেশনে তথ্য বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন এবং পোষ্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ঢাবিতে পড়াশুনা শুরু হতে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার পরিবারের সদস্যরাও বিএনপির পরিবারের সাথে সম্পৃক্ত। তার পিতা জনাব আবদুস সবুর বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। নাছির উদ্দিন শাওন “দৈনিক আমাদের চট্টগ্রাম’র সাথে কথা হলে তিনি বলেন, প্রাণের সংগঠন ছাত্রদলকে মনে প্রাণে ভালোবাসী। আমার পুরাপরিবার বিএনপির সাথে সম্পৃক্ত। আমার বাবাও বিএনপির একজন দায়িত্বশীল। এই সংগঠনের কাজ করতে গিয়ে বহুবার ছাত্রলীগ কর্তৃক বহুবার হামলা মামলার শিকার হয়েছি। আমার কাছে পদপদবী মূখ্য বিষয় নয়, গণমানুষের ভোটে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আওয়ামী হায়েনার অদৃশ্য কারাগার হতে দেশ এবং জনগণকে মুক্তির যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের একজন সক্রীয় কর্মি হতে পারা গর্বের বিষয় বলে মনে করি।

গত রোববার ৭ আগস্ট রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে নাছির উদ্দিন শাওনকে সভাপতি ও মো. রাজু আহামেদকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এর আগে গত ২২জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শাওনকে সভাপতি ও রাজুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করে। সেখানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ২২জুলাই হতে ১৫দিনের মধ্যে উক্ত দুই জনকে কমিটি পূর্ণাঙ্গ করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির নিকট জমা দানের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে ১৪ দিনের ব্যবধানে এ কমিটি জমা দিলে তা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অনুমোদন করে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি হাসান আবিদুর রেজা বায়েজিদ, সহসভাপতি কাউছার হোসেন, সুলতান মাহমুদ সালাউদ্দিন সিদ্দিক, মোহাম্মদ আলী সাঈদ, সিনিয়র যুগ্মসম্পাদক মো. আল-আমীন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, মোহাম্মদ তারেক, মো. আবু ফাতাহ, সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, দপ্তর সম্পাদক রেদোয়ান মাহাদী জয়, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, সমাজ সেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াসিন, ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফিজুর রহমান জাবেদ ও সদস্য মুন্সি সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম