বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় রাউজানে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাউজান সদর ফকির হাট, ও মুন্সিরঘাটায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।অভিযানে সহযোগিতা করে রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ইউএনও জানান,বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের মাইকিং করে রাত আটটার পর দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি।যারা সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৪টি প্রতিষ্ঠানকে ৪৫হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।