চন্দনাইশে শেখ কামালের জন্মবার্ষিকী পালন।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী, তারুণ্যের দীপ্ত প্রতীক মুক্তিযোদ্ধা শেখ
কামাল ১৯৭৫ সালে আত্তায়ীদের গুলিতে শহীদ হন। তিনি বাংলাদেশের শিল্প, সাহিত্য,
সংস্কৃতি অঙ্গনে শিক্ষার অন্যতম উৎসবমুখ ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র
ছিলেন। স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনঃগঠন, পুনর্বাসন কর্মসূচীর
পাশাপাশি সমাজের পশ্চাতপদ জনগোষ্ঠির ভাগ্যনোন্নয়নে সমাজ চেতনায় মঞ্চ নাটক
আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল প্রথম সারির সংগঠক। তিনি বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে
তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্প গোষ্ঠি। তিনি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও অভিনেতা
হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে ফুটবল,
ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় উৎসাহ ছিল তাঁর। আধুনিক
ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল নতুন নতুন খেলোয়ার
সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ শিবির গড়ে তুলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য
থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
গতকাল ৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শেখ
কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য
দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল
ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী
কর্মকর্তা নাসরীন আকতার, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার
ইনচার্জ আনোয়ার হোসেন। পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী শেষে
আলোচনা সভা উপজেলা আইসিটি কনফারেন্স হলে নির্বাহী কর্মকর্তা নাসরীন
আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন
যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম
খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। ইউআরসি ইনস্ট্রাক্টর আক্তার
সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভূমি)
গালিব চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, উপজেলা প্রকৌশলী
জুনায়েদ আবছার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চন্দনাইশ
প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা হাসান মো.
আহসান উল্লাহ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায়
কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন প্রমুখ।
তবে, উপজেলা শিক্ষা অফিসসহ বেশকিছু কর্মকর্তা অনুপস্থিত ছিলেন।