বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভায় নানা কর্মসুচী আয়োজন করা হয়েছে।কর্মসূচিতে দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল।সোমবার(৮জুলাই) সকালে রাউজান পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,জেবুন্নেছা, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম,প্রদীপ শীল, জাহেদুল আলম,তৈয়ব চৌধুরী,রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা,সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা নাঈম উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী টিপু, যুবলীগ নেতা কাজী রাশেদ, আবু ছালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাবিবুর রহমান,সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।