রাজবাড়ীর পদ্মা নদীতে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের সময় দূর্বত্তদের গুলিতে আনোয়ার মিয়া (৪২) নামে একব্যাক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউপির চর নৌশনদ্দী ও চর জাজিরিয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মাথায় গুলিবৃদ্ধ আনোয়ার মিয়া মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাবুশিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি এখানে ড্রেজারশ্রমিক হিসেবে কাজ করতেন।
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আনোয়ার হোসেন জানান, রাজবাড়ী সদর উপজেলার চরজাজিরা চরে বালু উত্তোলনের সময় দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার দিক থেকে একটি স্পীড বোট যোগে ৫/৬জন দূর্বত্ত এসে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার মাথার পিছনে গুলি লাগে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আজম মন্ডলের ইংলিশ ড্রেজারের শ্রমিক হিসেবে কাজ করেন।
আতাউর নামে এক ব্যাক্তি বলেন, তাদের কাটারে পাবনার দিক থেকে দূর্বৃত্তরা এসে গুলি করেছে শুনে মিজানপুরের মহাদেবপুর প্রাইমারি স্কুলের কাছ থেকে গুলিবৃদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কনা বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবৃদ্ধ ব্যাক্তিকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং রোগীর অবস্থা ভাল। তারপরও সব সময় তদারকি করা হচ্ছে। এবং সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ঘটনা পাবনার মধ্যে। আর বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পান নাই।