চট্টগ্রামের হাটহাজারীতে ‘জাগৃতি’ ক্লাব আয়োজিত রিলায়েন্স শিপিং লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘রিলায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এ উজ্জীবন ক্লাব শিরোপা জয় করেছে। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে ছিপাতলী ইউনিয়ন পরিষদ খেলোয়াড় সমিতিকে পরাজিত করে তারা। নির্ধারিত সময় খেলা ২-২ গোলে ড্র ছিল। ম্যাচসেরা মনোনীত হন উজ্জীবন ক্লাবের গোলরক্ষক উত্তম। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার উঠে ছিপাতলী ইউনিয়ন পরিষদ খেলোয়াড় সমিতির হেলালের হাতে।
সেমিফাইনালিস্ট ২ দল হাটহাজারী স্পোর্টস ক্লাব ও চট্টগ্রাম ফুটবল একাডেমিকে ট্রফি দেয়া হয়। ফেয়ার প্লে ট্রফি লাখ করে খাগড়াছড়ির দল পানছড়ি ফুটবল একাডেমি।
জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় এবং জাগৃতি সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. নোমান খান। উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, সিপ্লাস টিভির পরিচালক আলমগীর অপু, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি মো. রাশেদ, সেলিম চৌধুরী মানিক, শাহেদুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মো. ইসমাইল জসিম প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ পঞ্চাশ হাজার ও রানার্স-আপ দলকে ত্রিশ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।