গাজীপুরের শ্রীপুরে টিন দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (২ নং সিএন্ডবি) বাজারের পূর্ব পাশের স্থানীয় কামরুজ্জামানের পতিত জায়গা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আমজাদ হোসেন জানান, ওই স্থানে লাশ পড়ে থাকতে দেখে শ্রীপুর থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটি টিন ও কাথা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণ করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যার পর দুষ্কৃতিকারীরা বুধবার (০৩ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময় লাশটি পতিত জায়গায় ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।