1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ নবগঠিত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আহবায়ক কমিটি আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও দোয়া করেন ওসির কাছ থেকে চাঁদাদাবী, বহু অপকর্মের হোতা চাঁদাবাজ মুন্না গ্রেফতার দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাইবার ইউজার দলের উদ্যেগে বনানী ও গুলশানে ৩১ দফা প্রচার এবং গুজব সন্ত্রাস প্রতিরোধে লিফলেট বিতরণ ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৫৭ বার

গ্রেফতারকৃত যুবকের নাম জয়নাল আবেদীন (৩৫) সে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অলি আহমদ এর ছেলে।

র‌্যাব -৭ এর কর্মকর্তারা জানান, আমিলাইষ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিম (মনুর) বাড়ি থেকে রবিবার (২১ আগস্ট) রাত ৯টায় অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব মো. জয়নাল আবেদীন ওরফে নদবিকে গ্রেপ্তার করে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার জয়নাল ইউপি সদস্য লোকমান হাকিমকে ফাঁসাতে তার নির্মাণাধীন বাড়িতে এই অস্ত্র রেখেছিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘আমিলাইষ ইউনিয়নের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়িতে মাদক ও অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ররিবার রাত ৯টায় অভিযানে যায় র‌্যাব। অভিযানে তার নির্মাণাধীন বাড়ির নিচতলার বাথরুমের ছাদ থেকে গামছা পেঁচানো অবস্থায় ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয়, এই অস্ত্রটি ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য কৌশলে তার নির্মাণাধীন বাড়িতে রাখা হয়েছিল। পরে সংবাদদাতা জয়নালকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার জয়নাল জিজ্ঞাসাবাদে জানায়, যে কোনো কারণে ইউপি সদস্য লোকমান হাকিমের উপর সে ক্ষুব্ধ ছিল। যার দরুণ লোকমান হাকিম’কে উচিত শিক্ষা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। এক পর্যায়ে গত দুই দিন আগে বাড়ির ছাদ দিয়ে ঢুকে নিচতলার বাথরুমে এই অস্ত্র রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম