চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন রেললাইনের পাশে পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা ভাসতে দেখে অজ্ঞাত একটি লাশ ।
রোববার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কেঁওচিয়া ৫ নং ওয়ার্ড তেমুহনীর উত্তরে ডোবায় ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে দোহাজারী-কক্সবাজার নির্মাণাধীন রেললাইনের পাশে ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি উপুড় হয়ে ছিল।
লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।