নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে বিএনপি দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিশেষ অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্নআহবায়ক শফিকুল ইসলাম জনি, যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাদেদুজ্জামান সরকার দিনার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু,সিনিয়র সহ সভাপতি সুজাল হক সাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু,পৌর ছাএদলের আহবায়ক মুহিত চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম, মৎস্য দলের আহবায়ক নুর ইসলাম খান পিয়েল,সদস্য সচিব আসিফ ইকবাল।অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন।
আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, বরগুনার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ করার অপরাধে অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) মহরম কে নিয়ে সরকার রাজনীতি করছে। দেশের মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। মানুষ রাজপথে সরকারের বিরোধী করছে। তাই সরকারি জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতে সরকার নতুন খেলা খেলছে।