“তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ” এই স্লোগানে উজ্জীবিত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আয়োজনে শোকের মাস আগস্টের প্রথম দিন থেকেই সোনারগাঁজুড়ে ১৯৭৫ এর ১৫ আগস্টে শহিদদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার স্থাপন করা সহ আলোচনা সভা দোয়া-মাফিল করা হয়।
১৫ ই আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মহান স্বাধীনতার স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আনুষ্ঠানিক ভাবে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শোক র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিশাল আয়োজনে মেঘনা বালুর মাঠে আলোচনা সভা, কাঙ্গালি ভোজ, মসজিদ, মাদরাসা ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আরো অনেকেই।
এ সময় সকল ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগি সংগঠন এক মঞ্চে এই কর্মসূচি পালন করেছে।