রাউজানে শোহাদায়ে কারবালা স্মরণ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র ৩৪তম ওরশ উপলক্ষ্যে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) মোবারক খাঁন খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গহিরা মোবারক খাঁন খীল শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন খাঁন দৌলতের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী বক্তব্য রাখেন রাউজান পৌরসভার-১প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁন।প্রধান অতিথি ছিলেন উম্মুল আশেকীন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম,প্রধান বক্তা ছিলেন আহসানুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা ইদ্রিস আনছারী।বিশেষ আলোচক ছিলেন গোমদন্ডী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী,মাওলানা ইলিয়াছ হোসাইনী। মোহাম্মদ ওমর ফারুক ও মাওলানা সাজ্জাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,উপজেলার সমন্বয়কারী আক্কাছ উদ্দিন মানিক,মামুন মিয়া,আনিস উল খাঁন বাবর,নাজিমুদ্দিন কালু,জাফর উল্লাহ্ চৌধুরী, রোকন উদ্দিন ফারুকী,কাজী আসলাম,মাওলানা মহিম উদ্দির,সরোয়ার আলম প্রমুখ।