কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন সরকার স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশন মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন সাদ্দাম একাদশ বনাম তারেক একাদশ। খেলাটি দেখতে তিতাস উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক আসেন। ৬০ মিনিটের খেলায় তারেক একাদশ দুই গোলে সাদ্দাম একাদশকে পরাজিত করে। তারেক একাদশ হয়ে নাঈন ও আল আমিন ১ টি করে গোল করতে সক্ষম হন।
খেলায় মাছিমপুর বাজার কমিটির সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু ভান্ডারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সরকার। খেলাটি উদ্বোধন করেন চান্দিনা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মহসীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবক সৈয়দ মোয়াজ্জেম হোসেন সরকার ও মোবারক হোসেন সরকার প্রমূখ।
এসময় প্রয়াত ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন সরকারের ছোট ভাই আল-মামুন সরকার ছোটন এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের অভিভাবক সদস্য ইকবাল হোসেন বাবুল, মুনসুর আলী মেম্বার, ইউপি সদস্য মজিবুর রহমান, কামাল হোসেন সরকার, সমাজ সেবক হাসান মাহমুদ অপু, মেহেদী হাসান দুলাল মুন্সি ও রঞ্জন চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।