1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানির নিচে ফসলি জমি, দিশেহারা কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

পানির নিচে ফসলি জমি, দিশেহারা কৃষকরা

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫১ বার

রাঙ্গাবালীতে টানা কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশস্কা রয়েছে। সময় মতো পানি নিষ্কাশন করতে না পারলে ক্ষতির শস্কা বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। চাষিদের অভিযোগ চাষাবাদের সুবিধার্থে এ এলাকায় বেড়িবাঁধ তৈরির সময় স্লুুইজগেট নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। কথা ছিল স্লুুইজগেট থাকবে চাষিদের নিয়ন্ত্রণে। চাষির প্রয়োজনে স্লুুইজগেট দিয়ে পানি ওঠা-নামা করবে। এক সময় তেমনটাই ছিল। এর সুফলও পেয়েছিলেন চাষিরা।
কিন্তু সময়ের বিবর্তনে সেই স্লুুইজগেট চাষিদের কাছ থেকে প্রভাবশালীদের দখলে চলে গেছে। এখন স্লুুইজগেট দিয়ে পানির যাওয়া-আসা নির্ভর করে প্রভাবশালী চক্রের ইচ্ছা-অনিচ্ছায়।
কৃষকরা জানান, যারা স্লুুইজগেট পরিচালনা করে তারা রাতের জোয়ারে স্লুইস দিয়ে পনি ওঠায় এবং মাছ ধরার জন্য সারা দিন স্লুুইজগেট বন্ধ করে রাখে এবং সন্ধার সময় স্লুইস ছাড়ে মাছ ধরা শেষ আবার বন্ধ করে রাখে। এভাবে স্লুইস বন্ধ করে রাখলে আমাদের আমন ধানের যে চারা রোপন করেছি তা একবারে নষ্ট হয়ে যাবে। এখন আর আবার লাগানোর সময় নেই।
উল্লেখ্য, চলতি মৌসুমে রাঙ্গাবালী উপজেলার ৬ ইউনিয়নে আমন আবাদ নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ২৭৮ হেক্টর।

মৌডুবী ইউনিয়ন উপসহকারি কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, কিছু কিছু জায়গায় দিয়ে যে পরিমান পানি নামে তুলনা মুলক খুবই কম পানি নামতে পারে। ইউড্রেনটি একদম ছোট তাই পানি নামে কম। এখানে একটি বড় স্লুইস দরকার তাহলে কৃষক ভালো ভাবে কৃষি কাজ করতে পারবে। উপসহকারি কৃষি কর্মকর্তার তাগিদে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে ১১ নম্বব স্লুুইজগেট কপাট সম্পুর্ন উম্মুক্ত করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ বলেন, আমাদের শতকরা ৪০-৪৫ ভাগ রোপন কৃত জমির আমন ধানের ক্ষেত পনির নিচে আছে। পনি আমাদের জন্য আর্শিবাদ হিসেবে আসে যদি দির্ঘদিন যাবৎ পানি ক্ষেতে আটকে থাকে তাহলে ক্ষতির আশস্কা থাকে। আমাদের উপসহকারি কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে প্রত্যেক স্লুইসগেটের সাথে জরিত থাকা লোকদের কে তারা যেন স্থানীয় জনপ্রতিনিধির দ্বারা স্লুুইজগেট গুলো অবমুক্ত করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম