বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর আওতায় মানিকছড়ি উপজেলাধীন কর্ম এলাকার উপকারভোগীদের নিয়ে মানিকছড়ি ইউপি, বাটনাতলী ইউপি ও তিনটহরী ইউপিতে ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কি ফোরামের সভা ও ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মঙ্গরবার ( ৬ সেপ্টেম্বর) বিকেলে তিনটহরী ইউনিয়নের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং ফোরামের সভা ও কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকছড়ি উপজেলাধীন তিনটি ইউনিয়ন পর্যায়ে ফোরামের সভা ও কমিটি গঠন করা শেষ হয়। এর আগে মানিকছড়ি ও বাটনাতলী ইউনিয়নের ফোরামের সভা অনুষ্টিত হয় এবং ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, কোষাধক্ষ্য ও সাংগঠনিক সম্পাদক ও বাকি দশজনকে সদস্য করে মোট ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
মিল্টন বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে সিপিপি পিএইপি প্রকল্প-২ এর মাঠ কর্মকর্তা মো. সোলায়মান বলেন, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আধ্যাত্মিক ও পরিবেশগত এই ছয়টি বিষয়ে প্রাধান্য দিয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করে কৃষি, প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষা করা ও প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যগণের সরকারি-বেসরকারি সুযোগ সুবিধা আদায়ে সহযোগিতা ও সংশ্লিষ্ট এলাকার জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করাই হলো এই ফোরাম গঠনের মূল উদ্দেশ্য।