পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মরহুমের রাউজান গহিরা নিজ বাড়ির বক্সআলী চৌধুরীর জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়।এরপর পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও উপজেলা, থানা,পৌরসভা প্রশাসন,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি,উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, মরহুমের ছেলে ব্যবসায়ী এ বি এম ফজলে শহীদ চৌধুরী,নাতি ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব,রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,প্রিয়তোষ চৌধুরী, সরোয়ার্দী সিকদার,বিএম জসিম উদ্দিন হিরু, ভুপেশ বড়ুয়া,সৈয়দ আবদুল জব্বার সোহেল,পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান,কাজী ইকবাল, শওকত হাসান,জানে আলম জনি,আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী সারজু মোঃ নাছের,শওকত হোসেন,হাসান মোঃ রাসেল,তছলিম উদ্দিন,মুছা আলম খাঁন,আব্দুল লতিফ,সৈয়দ হোসেন কোম্পানি,ইউনুস কোম্পানি,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবলু,অনুপ চক্রবর্তী,মোঃ আসিফ প্রমুখ।এছাড়া মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ,গহিরা কলেজ,রাউজান সরকারি কলেজ,নোয়াপাড়া কলেজ,চট্টগ্রাম মোটর মালিক সমিতি,চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।