বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং করোনায় আক্রান্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগমুক্তি কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে গতকাল শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে তালুকদার বাড়ি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা যুবদলের সহ-সভাপতি ডাঃ রাকিবুল হাসান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোকা মৃধা, বশির তালুকদার, সাগর জাহিদ, মুনিম ফরাজি
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাসেল বয়াতি, মাইকেল তালুকদার, রাসেদুল ইসলাম সজল, নাহিদুজ্জামান সোহাগ, হিসবুল হাওলাদার
মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়া এবং আব্দুল মোনায়েম মুন্নার আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।