1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ ৬০ হাজার টাকার কাজ সময়মত না করায় আত্মসাতের অভিযোগ । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ ৬০ হাজার টাকার কাজ সময়মত না করায় আত্মসাতের অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৩১ নং — কলন্দা তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের কাজ সময়মত না করায় প্রধান শিক্ষিকা সাহেদা খাতুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানায়, ২০২০-২০২১ অর্থ বছরে কলন্দা তালদিঘী সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সরকারী ক্ষুদ্র মেরামতের জন্য ২ লক্ষ টাকা, স্লিপের বাবদ ৫০ হাজার এবং প্রাক প্রার্থমিকের জন্য ১০ হাজার সহ মোট ২ লাখ ৬০ হাজার বরাদ্দকৃত টাকা কাজ না করেই বিভিন্ন দোকানের ভূয়া ম্যামো সংগ্রহ করে ভাউচার তৈরী করে কর্তৃপক্ষ বরাবরে জমা দিয়ে উক্ত টাকা উত্তোলন করে।

নাম প্রকাশ না করার শর্তে কলন্দা তালদিঘী গ্রামের একাধিক অভিভাবক জানান, চলতি বছরের জুন মাসে প্রধান শিক্ষিকা সাহেদা খাতুন বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের নামে ২ লাক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ নেয়। কিন্তু সঠিক সময়মত কাজ না করেই উক্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে । অপরদিকে, ২০১৯-২০২০ অর্থবছরের স্লিপ এর ৫০ হাজার টাকা এবং প্রাক প্রাথমিকের ১০ হাজার টাকা দিয়ে শিক্ষা সামগ্রী ক্রয় করার কথা থাকলেও তা ক্রয় না করে তিনি নিজেই আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিভাবক ধীরেন চন্দ্র বলেন, সরকারী ভাবে প্রতি বছরেই বিদ্যালয়ের উন্নয়ন কাজের বরাদ্দ আসে কিন্তু বিদ্যালয়ের কোন কাজ হয় না। এই বরাদ্দের টাকার হিসাব কে নিবে ? এই অনিয়ম দূর্নীতি দেখার কেউ নেই। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহেদা খাতুন বিদ্যালয়ের উন্নয়ন কাজের টাকা উত্তোলন করে করছেন ও চলমান রয়েছে বলে জানান, । ঐ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সাথেও একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজম হক রয়েল বলেন, কলন্দা তালদিঘী সরকারী প্রার্থমিক বিদ্যালয় পরিদর্শন করে বরাদ্ধকৃত টাকা যথাযথাভাবে কাজ করার জন্য প্রধান শিক্ষিকা সাহেদা খাতুনকে পরামর্শ দেয়া হয়েছে। যদি তিনি কাজ না করেন তাহলে ঐ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র য়ায় বলেন, কলন্দা তালদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গত জুন মাসে সরকারী বরাদ্ধের টাকা উত্তোলন করেছেন। ঐ বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা যদি কাজ না করে সরকারী বরাদ্ধের টাকা উত্তলন করে আত্মসাৎ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম