কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক বিয়ের আসরে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এসময় নারী শিশুসহ অজ্ঞান হয়েছে ৮ জন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে।
জ্ঞান হারানো সবাইকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৭জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য্য ছিল, আড়াই টার দিকে বর পক্ষের লোকজন এসে হাজির। তাদের আপ্যায়নের ব্যবস্থা করছিল কনের বাড়ির লোকজন। এমনতর সময়ে উচ্চস্বরে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের অগ্নিশিখা বাড়ির আঙ্গিনায় পড়লেও কারো শরীরে স্পর্শ করেনি, ফলে কেউ গুরুতর আহত হয়নি।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারীরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে।