গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলার দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উক্ত আলোচনায় সভায় গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. মইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা সাদুল্যা দুদু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশরফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সহ-সভাপতি শিল্পী বেগম, জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাধবী রানী , সাংগঠনিক সম্পাদক লাইলী বেগম, মৌসুমী আকতার মিষ্টি, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক বিউটি বেগমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।