রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর (ট্যামাপাড়া) গ্রামে অনেকদিন ধরেই দেশীয় মদ বিক্রির ব্যবসা চলছে। আর এই মদ তৈরির কাঁচামাল সরবরাহ করে থাকেন স্হানীয় এক মুদি ব্যবসায়ী।
সরেজমিনে চাঁনপুর এলাকায় গেলে দেখা যায়,মাদক ব্যবসায়ীদের প্রতিটি বাড়িতে বসে মাদক সেবন করছেন মাদকসেবীরা।
এ বিষয়ে আমাদের কথা হয় স্হানীয় মুদি ব্যবসায়ী মোঃআয়নাল (৪০) এর সাথে,তিনি বলেন,এখানে দেশীয় চোলাই মদ বিক্রি হয় সেটা আমি জানি এবং এই মদের কাঁচামাল গুড়।কিন্ত আমি যে গুড় বিক্রি করি সেটা গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।পরে তিনি স্বীকার করে বলেন,আমার কাছে থেকে গুড় নিয়ে তারা দেশীয় চোলাই মদ বানায়।আমি আমার ভুল বুঝতে পারছি।আমি আর এই ব্যবসা করবো না।
স্থানীয়রা জানায়,দীর্ঘ তিনমাস থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল সরবরাহ করছে মুদি দোকানি আয়নাল।কাঁচামাল সহজলভ্য হওয়ায় চোলাই মদ ব্যবসায়ীর পরিমান বেড়ে গেছে অনেকটাই।মাদকাসক্ত হচ্ছে কিশোররা।
এ বিষয়ে মিঠাপুকুর থানা কর্মরত এস আই ডালিম মুঠোফোনে আমাদের জানান, আমি এই বিষয়ে সম্পর্কে অবগত নই তবে উপযুক্ত প্রমাণ পেলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো |