ঠাকুরগাঁও জেলায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ ঠাকুরগাঁও জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও প্যায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শফিকুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, গড়েয়া ইউপি চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, ইউপি চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। কর্মশালায় পরিকল্পনা, বাজেট এবং আর্থক ব্যবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন, প্রকল্পের স্কিম বাস্তবায়নে পরিবেশ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রতিপালন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও স্কিম নির্বাচনে নারীর অংশগ্রহন বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসনের পথে অগ্রসর, বিভিন্ন মেয়াদী পরিকল্পনা, বার্ষিক বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্পে/স্কিম নির্বাচন, বাস্তবায়ন ও তদারকিতে জনঅংশগ্রহন বৃদ্ধি এবং সর্বোপরি সামগ্রিকভাবে স্বল্প ব্যয়ে দ্রæততম সময়ে স্থানীয় পর্যায়ে সেবা প্রদানে স্বচ্ছতার একটি অনুকুল পরিবেশ প্রস্তুতের বিষয়টি উঠে আসে প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আলোচনায়।