দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে মিনার (২৪) নামে এক বাংলাদেশি তরুন চোরাকারবারি নিহত হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন তরুণ। তবে এই তরুণের সাথে আরও কয়েকজন চোরাকারবারি ছিল। যাদের মধ্যে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান স্থানীয়রা।
নিহত মিনার সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে মাদক চোরাকারবারির সাথে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, মিনার একজন চোরাকারবারি। তার সঙ্গে আরও ২০ থেকে ২৫ জন চোরাকারবারি ছিলেন। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেলেও মিনার বিএসএফের গুলিতে মারা যায় বলে ধারণা তাদের। মিনারের গুলিবিদ্ধ মরদেহ খানপুরের দাইনুর সীমান্তের ভারতীয় অংশে পড়ে রয়েছে।
তবে দাইনুর বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফ চিঠি দিয়েছে। তবে মরদেহটি বাংলাদেশীর কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা পতাকা বৈঠকে অংশ নিবো না। আর নিহত মিনারের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে বলে জানান তিনি।