বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের ২ মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান উপজেলা হলরুম ক্ষণিকালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডঃ সামছুল আলম প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে আলম প্রধান বলে,আজকের যুবকরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। যেকোনো গঠনমূলক আন্দোলন-সংগ্রামে যুবকেরাই আন্দোলনের গতিপ্রকৃতি বদলে দেয়। যুবকেরাই সমাজ-দেশ-কালের চালিকাশক্তি। যুবকরা আমাদের দেশের মূল্যবান সম্পদ। পৃথিবীতে বাংলাদেশ অন্যতম একটি জনবহুল দেশ- যেখানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবসমাজ।
তিনি বলেন,বাংলাদেশের জাতীয় যুব নীতিমালা অনুযায়ী যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর। যুবকরা হচ্ছে তারুণ্যের প্রাণশক্তি। তারাই তরুণ, তারাই যুব। যে বয়স নতুন বিপ্লবে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলে। তারুণ্যের রক্ত টগবগ করে নতুন উচ্ছ্বাসে-সৃষ্টির উল্লাসে। যে কারণে তারুণ্য নির্ভর যুববান্ধব আওয়ামী লীগ সরকার দ্রুত পরিবর্তনশীল বিশ্বায়নের এই তথ্য-প্রযুক্তির যুগে যুবকদের প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান কর্মোপযোগী পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের বাংলাদেশে নির্ভরশীল জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যাই বেশি। কোনো দেশের জন্য এটা একটা বড় সুযোগ। আর এই সুযোগকে কাজে লাগাতে বর্তমান সরকার শিক্ষা কৌশলে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে। যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে উন্নত জাতি গঠন এবং দেশের উন্নতি-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে যুবকদের ভূমিকার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন,বিপুল সম্ভাবনা নিয়ে বাংলাদেশের যুবসমাজকে দক্ষ আধুনিক বিজ্ঞানমনষ্ক সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে ৩৪টি ট্রেড ও অগ্রাধিকারমূলক ৬টি প্রকল্পের মাধ্যমে। চলমান এ প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন; বর্তমানে দেশের ৩৫টি জেলার আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। অবশিষ্ট ১১টি জেলার বেকার যুবক ও যুবতীদের গবাদিপশু, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও কৃষি বিষয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কলাকৌশল সম্পর্কিত আবাসিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান এ প্রকল্পের মূল লক্ষ্য।
যুব উন্নযন কর্মকর্তা তার বক্তব্যে বলেন,যুবশক্তির মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই বার্তা লাখো-কোটি নিবেদিতপ্রাণ যুবসমাজকে কর্মচাঞ্চল্যে জাগিয়ে তুলেছে। যেনো নতুন সূর্য উঠার এখনই সময়!
প্রশিক্ষন উদ্ভোধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মন্জুরুল ইসলাম,খাদ্য কর্মকর্তা — সহকারি যুব উন্নযন কর্মকর্তা আব্দুল আউয়াল ফরাজি,শওকত আলী মৃধা ও মাহবুব আলম প্রমুখ।
দুই মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনে উপজেলার শিক্ষিত ৪০বেকার যুবক-যুবতী অংশ নিচ্ছেন।