নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে নূর হোসেন শাকিল(২৫) নামে একই পরিবারের সদস্যকে হত্যা করে লাশ গুম করায় আপন ভাইসহ মা – বাবাকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে তারা বেগমগঞ্জ থানা অফিসারকে জানালে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটানার সত্যতা পেলে লাশ উত্তোলন করার ব্যবস্থা করে। এ সময় তৎক্ষণিক ভিকটিমের ছোট ভাই এমাম হোসেন মাতা ফাতেমা বেগমকে প্রাথমিকভাবে আটক করে পুলিশ ।
জানা যায়, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে লালপুর গ্রামে আব্দুল করিম হাজী বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরপাড়ে নিহত শাকিলকে মেরে লাশ গুম করার জন্য মাটিতে পু্ঁতে রাখে।
এ বিষয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। এ বিষয়ে তার মা- বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার বিষয়টি স্বীকার করে। তার মা-বাবা আমাদের জানায় সে মাদকাসক্ত ছিল। মাদকের জন্য সে টাকা চাওয়ায় পরিবার টাকা দিতে অস্বীকার করলে সে পরিবারের সদস্যদের মারধর করে। নিহত শাকিল পরিবারের সদস্যদের মারধর করায় তাকে হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখে পরিবার।