“তুচ্ছ নয় রক্তদান, বাচাতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মানবতার সেবায় কাজ করে আসছে চট্টগ্রামের ফটিকছড়ি মানবিক সংগঠন প্রগতি ব্লাড ডোনার্স ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের নতুন সদস্যদের পরিচয়পত্র, টি-শার্ট বিতরণ ও ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন তৌসিফ এর বিদেশ গমণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান নাজিরহাটস্থ বিএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক নেতা মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজ উদ দৌলা। প্রধান আলোচক ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন ডাক্তার জয়নাল আবেদীন মুহুরী।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসমাইল, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জামশেদুর আলম শিবলু, রাসেল, আমান উল্লাহ, শ্রমিকলীগ নেতা দিদারুল আলম সহ রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের এডমিন মঈন, ইকবাল মাহমুদ, তুষার, ফরহাদ ও হৃদয় সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।