1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যায় আক্রান্ত লালমনিরহাট পানি বন্দী পরিবার গুলোর দুর্ভোগের শেষ নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা

বন্যায় আক্রান্ত লালমনিরহাট পানি বন্দী পরিবার গুলোর দুর্ভোগের শেষ নেই

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ বার

উজানের পাহারী ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তার নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বন্যায় আক্রান্ত লালমনিরহাট জেলার পানি বন্দী পরিবার গুলোর দুর্ভোগের যেন শেষ নেই। গত ৫ দিনের ধেয়ে আসা বন্যার পানিতে জেলার ৫ উপজেলায় প্রায় ৩০ হাজার পরিবার পানি বন্দী হয়েছে। রোববার ৪ সেপ্টেম্বর বিকেল ৩ টায় লালমনিরহাট পানি উন্নয়ন বোড জানান, বিকেল ৩ টায় বিপদসীমার তিস্তার পানি ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলার পানি ১১৭ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বছরের পঞ্চম দফা বন্যায় জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ার পূবাভাস দিয়েছে পাউবো লালমনিরহাট।
তিস্তার নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী,দোয়ানী,ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া,হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি,আদিতমারী উপজেলার মহিষখোচা,কালমাটি,পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ,কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি,রাজপুর,গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করা এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে।
লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, তিস্তার পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় পানি আরও বাড়তে পারে বলেও জানান তিনি। জরুরি পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের সব রকম প্রস্তুতি রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। রোববার ৪ সেপ্টেম্বর জেলা এান অফিস জানান, লালমনিরহাট সদর উপজেলায় গত ৫ দিনে পানি বন্দী ৬ হাজার ৩ শ ৫ টি পরিবারের তালিকা পেয়েছেন এর মধ্যে ৩শ পরিবার এর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার পানি বন্দীদের তালিকা এখনো পাওয়া যায়নি বলে এান অফিস জানান। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানদের তথ্য মতে, জেলা জুড়ে প্রায় ৩০ হাজার পরিবার পানি বন্দী হয়েছে। পানি বন্দী পরিবারের সংখ্যা রাতারাতি আরো বেড়েও যেতে পারে। তবে পঞ্চম বারের মতো লালমনিরহাটে বন্যায় মারাত্নক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূএে জানা গেছে। এদিকে পানি বন্দী পরিবার গুলোর জন্য এখনো সরকারি কোন বরাদ্দ দেয়া হয়নি। ফলে পানি বন্দী পরিবার গুলোর দুর্ভোগের যেন শেষ নেই। তারা ঠিক মতো রান্না করতেও পারছে না। গবাদিপশু নিয়েও চরম বিপাকে পরেছে। তিস্তা ও ধরলার পানি হঠাৎ কখনো বাড়ে আবার কখনো কমে। অপর দিকে তিস্তা ও ধরলার ভাংঙ্গনও দেখা দিয়েছে। গত কয়েক দিনে শতাধিক বাড়ী- ঘর নদী ভাংঙ্গনে বিলীন হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবী তিস্তা ও ধরলা খনন করা হলে প্রতি বছর এমন সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে। সেই সাথে হাজার হাজার ফসলের ক্ষতি হতে মুক্ত হবে লালমনিরহাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম