কুমিল্লা লাকসামে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়ে না বলে এবং প্রশাসনের সাথে শপথ করলো শিক্ষার্থীরা।
লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত ও মোবাইল আসক্তি দূর করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরের উপজেলা পৌর শহরের নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালকার্ড প্রদর্শনের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের সঙ্গে নিজেরা না জাড়ানোর শপথ নেয়।
সকল ছাত্র-ছাত্রীকে শপথ বাক্য পাঠ করান লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কাউন্সিলার আবু সায়েদ বাচ্চু, প্রধান শিক্ষক কামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।