দেশব্যাপী বিএনপি জামায়াতের কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মীরসরাইয়ের ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল জোরারগঞ্জ বাজার পদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন দিদার, সহ দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক মানারাত আহমেদ চৌধুরী বাবু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করেত বিএনপি জামায়াতের যে অপপ্রচার চালাচ্ছে তাদের রুখে দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা সব সময় সোচ্চার রয়েছে। বক্তারা আরো বলেন, বিএনপি জামায়াতের যদি শান্তির জনপদ অশান্ত করতে চাইলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।