নীলফামারীর সৈয়দপুরে নারায়ণগঞ্জে যুবদলের নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) রাত ৭টায় শহীদ ডাঃজিকরুল হক রোডে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক।অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী রাজনৈতিক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম গুড্ডু।
এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখা সাধারণ সম্পাদক মামুন রেজা,জাতীয়তাবাদী পৌর যুবদলের সহ সভাপতি শাকিল, সিনিয়র সহ সভাপতি নিয়াজ আহমেদ বাবলু,জাতীয়তাবাদী পৌর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।
এরশাদ হোসেন পাপ্পু বলেন,যুবদলের শান্তি পূর্ণ কর্মসূচিতে পুলিশি পাহাড়ায় অনুষ্ঠান করতে হয়।আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় রাজপথের কর্মসূচি ঘোষণা হলে নিশি রাতের প্রধানমন্তীর অশান্তি সৃষ্টি শুরু হয়ে যায়। রাজপথে সরকারের সাথে ফয়সলা হবে।শাওন হত্যাকান্ডের সাথে জড়িতদের বাংলার মাটিতে এক দিন বিচার হব।