স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি ঘোষণা প্রত্যাহার করলেন – শহিদুল্লা মুন্সি।
রবিবার (১১সেপ্টেম্বর) দুপুরের আশুলিয়া প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রত্যাহার করেন।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহিদুল্লা মুন্সি, সভাপতি আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, দীর্ঘ প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, অদ্যবতী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পালন করে যাচ্ছিলাম। আমার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ ও অধীনস্ত ইউনিটের নেতাকর্মীদের অসহযোগিতার কারণে মৌখিকভাবে সংবাদ সম্মেলন করে আমি আমার সংগঠনের সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে ছিলাম গত ১২/০২/২০২২ইং তারিখে। আমার সংগঠনের নেতাকর্মীরা আমাকে রাজনৈতিক কর্মকান্ডের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিধায় আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমি আমার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলাম।