দীর্ঘ ২৫ বছর পর নতুন কমিটি পাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। এই কমিটি ঘোষণা করা করা হবে আজ শনিবার ত্রিবার্ষিক সম্মেলন এর মধ্যদিয়ে। কিন্তুু এ নিয়ে উৎকণ্ঠা আর দুশ্চিন্তা বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে।
এই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রায় ৯৫ ভাগ নেতা-কর্মীদের দাবি দলের জন্য যারা কান্ডারী, ত্যাগী ও জনবান্ধব নেতা তারা কাঙ্ক্ষিত পদ বঞ্চিত হবে এই সম্মেলনের কমিটি ঘোষণার মধ্য দিয়ে। তারা ধারণা করছেন আড়ালে থেকে কেউ এ কমিটি নিয়ে কলকাঠি নাড়ছেন। তাই উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে নয় বরং পরিকল্পিত ও পাতানো কমিটির নাম ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা জানান, দলের জন্য জীবনে কোন খরচ করার রেকর্ড যার নাই, জণসমর্থন যার শূন্য ও একজন কর্মীও যার নাই। যার ওয়ার্ডে নৌকার ভরাডুবি হয় যে কোন নির্বাচনে, এমন নেতাকে দলের সর্বোচ্ছ পদে পদায়ণ করতে মরিয়া একটি স্বার্থান্বেষী মহল।
তারা আরো বলেন, সাবেক এমপি কায়সার হাসনাতকে সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুমকে সাধারণ সম্পাদক করে কমিটি হলে এবং সেই কমিটিতে মাহফুজুর রহমান কালামকে ভালো একটি পদে রাখতে পারলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হবে।
কিন্তুু কিছু স্বার্থপর মুখোশধারী নেতা, যাদের আরেক নাম জাতীয় পার্টির দালাল, তারা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগটাকে ব্যর্থ সংগঠনে পরিনত করতেই ডেট ছাড়া মাল দিয়ে আওয়ামীলীগের কমিটি গঠন করতে চাইছেন।