চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী, সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এর নেতৃত্বে আজ চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিং দলীয়ে উত্তর জেলা যুবলীগ কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল পুরাতন রেল স্টেশন গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলার সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
‘দেশবিরোধী জামাত-বিএনপি’র দেশব্যাপী নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে
‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে এই বিক্ষোভ আয়োজন করেছেন’ জানিয়ে বক্তব্যে এস এম রাশেদুল আলম বলেন- ‘বিএনপি জামায়াতের যেকোনো পর্যায়ের নৈরাজ্য দেশবাসীকে সাথে নিয়ে প্রতিহত করবে যুবলীগ।’ তাদের প্রেট্রোলবোমায় মানুষ হত্যার কথা দেশবাসী ভুলে যায়নি।” উল্লেখ করেন তিনি।