বিএনপি’র দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতে রাজপথে হত্যার
প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী
পৌরসভা বিএনপি, অঙ্গ-সংগঠন ও সহযোগী সংগঠন।
গতকাল ৯ সেপ্টেম্বর সকালে চন্দনাইশ পৌরসভার হাজীর পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি
বের হয়ে শহীদ মুরিদুল আলম সড়ক প্রদক্ষিণ শেষে মিজ্জির দোকান এলাকায় প্রতিবাদ
সমাবেশ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইখতিয়ার হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম
আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.
মন্জুর আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুর রহমান খান, আরিফুর
রহমান মার“ফ, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক অলি হোসেন মুন্সি, মুজিবুর
রহমান, সেলিম উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ শাহ,
উপজেলা যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম টুটুল, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো.
আজম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক
দলের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক
দলের আহ্বায়ক মো. সেলিম উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম, দোহাজারী পৌরসভা
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আজগর, সদস্য সচিব জয়নাল আবেদীন, পৌরসভা
শ্রমিকদলের সভাপতি হাজী মো. আবু সিদ্দিক, দোহাজারী পৌরসভা শ্রমিকদলের
সভাপতি আবদুস সাত্তার সানি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুরাদ, পৌরসভা
ছাত্রদলের আহ্বায়ক রাজীব উদ্দিন চৌধুরী, সদস্য সচিব অলিউল হোসেন র“বেল প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, গুম, খুন, মামলা- হামলা, নির্যাতন করে সরকার পতন আন্দোলন দমিয়ে
রাখা যাবে না। ভোলা, নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত
নেতাকর্মীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও
সমাবেশের আয়োজন করা হয়। সরকার বিএনপি’র জনপ্রিয়তা দেখে রাজনৈতিক
কর্মসূচিকে প্রতিহত করতে হত্যার রাজনীতিতে জড়িয়ে পড়ছে।