আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড তিতাস উপজেলা থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ সিকদার।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, প্রচার সম্পাদক জাকির মুন্সি, সহ-প্রচার সম্পাদক মোবারক হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোসলেম মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, যুবলীগ নেতা কাউসার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সদস্য পদপ্রার্থী সাজ্জাদ সিকদার বলেন, আমি কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী ও তিতাস উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বারদের সর্মথন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ আমি আশাকরি স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর হাতকে শক্তিশালী করতে এবং তিতাস উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ অক্টোবর আমাকে একটি করে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি সকল ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগীতা চাই।
এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্টিং অফিসার মোঃ মঞ্জুরুল আলম বলেন, ২নং ওয়ার্ড তিতাস উপজেলায় মোট ভোটার সংখ্যা ১২০ জন। ভোটাররা হলেন উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।