জাতীয় সরকারের দাবিতে ঠাকুরগাঁও জেলা জেএসডির সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সমাবেশে ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মো: ছানোয়ার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির উদ্দিন বিএসসি, সদস্য মোঃ আবদুস সাদেক জিহাদী, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, ঠাকুরগাঁও জেলা জেএসডির সাধারণ সম্পাদক মোঃ শুভ রহমান, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, মোঃ মাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি জানান। এর পূর্বে দিনাজপুরে সভা অনুষ্ঠিত হয়।