ঠাকুরগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর বুধবার ঠাকুরগাঁও সদর থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সভপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, আশ্রমপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক বাসুবেদ ব্যানার্জি, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ হোসেন, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, চিলারং ইউপি চেয়ারম্যান মো: ফজলুর রহমান, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল, গড়েয়া ইউপি চেয়ারম্যান মো: রইছ উদ্দীন সাজু প্রমুখ।
সভায় আসন্ন দুর্গা পূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলার গুরুত্বপুর্ন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।