চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচনে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের কনফারেন্স অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ‘ইকো ওয়ার্কশপ’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ও ৫ সেপ্টেম্বর ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তনু সেনগুপ্ত মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এই ওয়ার্কশপে। পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়ার্কমপে মডারেটর হিসেবে ছিলেন কার্ডিওলজিস্ট ডাঃ এম.এম. আলম সাদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম বলেন- চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় পার্কভিউ হসপিটালে শীঘ্রই সংযোজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ক্যাথ ল্যাব।
হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু সেন গুপ্ত এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, “রোগভিত্তিক গবেষণার মাধ্যমে হৃদরোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে আরো গতি নিয়ে আসতে হবে। ”
উদ্বোধনী দিনে ছিলো নবোলজি এন্ড চেম্বার কোয়ান্টিফিকেশন, লাইভ সেশন, লেফ্ট ভেন্ট্রিকুলার ফাংশন এসেসমেন্ট, লাইভ সেশন, রাইট ভেন্ট্রিকুলার ফাংশন এসেসমেন্ট, লাইভ সেশন, মাইট্রাল ভাল্ব ডিজিজ, লাইভ সেশন এবং প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি।
প্রোগ্রামের দ্বিতীয় দিনে সেশনের প্রথমে ছিল ইভ্যালুয়েশন অফ এওরটিক ভালবিওলার ডিজিজ এন্ড লাইভ সেশন। টি ব্রেকের পর দ্বিতীয় সেশনে ছিল ইভালুয়েশন অফ হেমোডাইনামিক্স এন্ড লাইভ সেশন। এরপর ছিলো ইভালুয়েশন অফ শান্ট এনোমালি/ইসেমিক কার্ডিওমায়োপ্যাথি এন্ড লাইভ সেশন , স্পেশাল কেইস লাইভ সেশন এবং প্রশ্নোত্তর।