চট্টগ্রামের ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৫ সেপ্টম্বর) সন্ধ্যায় ইউকেস্থ বাংলা পাড়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ।
ব্রিটেন ভিত্তিক বাংলা গণমাধ্যম আই অন টিভির চাটগাঁইয়া গফ অনুষ্ঠানের সঞ্চালক ও কমিউনিটি নেতা মাসুদুর রহমানের পরিচালনায় ও উপদেষ্টা সলিসিটর জাগির আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফটিকছড়ির কৃতি সন্তান, সমাজ সেবক ও রাজনীতিবিদ সমির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা সায়েদ আব্দুল মাবুদ, ইকরামুল হক, নাসের শেখ মোহাম্মদ, আলতাফ হোসেন, মোঃ আনিছ , রাকিবুল রাব্বী। বক্তব্য রাখেন ফটিকছড়ি কমিউনিটি ইউকের সভাপতি ইসহাক চৌধুরী, সেক্রেটারি আকতারুল আলম, এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রেজা, কার্যকরী পরিষদের সদস্য জয়নাল আবেদীন, এসিস্টেন্ট ট্রেজারার সায়েদ রাসেল, এডুকেশন সেক্রেটারী ইব্রাহিম জাহান, মেম্বারশীফ সেক্রিটারী ইয়াছিন আলতাফ পারভেজ, স্পোর্ট সেক্রেটারী ইয়াকুব চৌধুরীসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সমির উদ্দিন চৌধুরী ফটিকছড়ি সমিতির যে কোন ভালো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ফটিকছড়ির কমিউনিটি ইউকে বাসীর প্রতি কৃতজ্ঞ জানিয়ে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি সমির উদ্দীনের কন্যা পারাবী চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফটিকছড়ি কমিউনিটি ইউকের সভাপতি ইসহাক চৌধুরী তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে ফটিকছড়ি কমিউনিটি ইউকে।