চট্টগ্রাম জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৪৮৭/৯০ এর অধীনে সংগঠনের ফতেয়াবাদ আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর সকাল ৯ টা হতে ভোটগ্রহণ আরম্ভ হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে, এতে ১৭২ ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৮৭ ভোট পেতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর রমজান, প্রতিদ্বন্দ্বী ইউসুফ জুনু পেয়েছেন ৫৯ ভাট। ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছাবের, এই পদে মোহাম্মদ মুজিবুর রহমান পেয়েছেন ৫৬ ভোট।
কার্যকরী সভাপতি পদে মোহাম্মদ তাহের পেয়েছেন ৯৪ ভোট, প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন ৪৮ ভোট। সহ-সভাপতি পদে মোহাম্মদ মুসা মামুন ৫৯ ভোট, প্রতিদ্বন্দ্বী মোঃ মামুন পেয়েছেন ৫১ ভোট এবং ইসলাম চৌধুরী পেয়েছেন ১৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াছ আলী, তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লোকমান পেয়েছেন ৬০ ভোট। ৮৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ, তার প্রতিদ্বন্দ্বী ওয়াসিম পেয়েছেন ২৯ ভোট। অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল এর প্রাপ্ত ভোট ৫৭, প্রতিদ্বন্দ্বী মোঃ রুবেল পেয়েছেন ৫৪ ভোট। লাইন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জানে আলম টুনু পেয়েছেন ৮৭ ভোট, প্রতিদ্বন্দ্বী ইসমাইল পেয়েছেন ৩৭ ভোট। ৭৬ ভোট পেয়ে প্রচার সম্পাদক হয়েছেন মোহাম্মদ জানে আলম, প্রতিদ্বন্দ্বী তারেক পেয়েছেন ৫০ ভোট। কার্যকরী সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- মো. শরীফ (৮৩ ভোট), মঞ্জুর হোসেন মিয়া (৭৫ ভোট) এবং মিজান (৪২ ভোট)। এই পদে পরাজিত প্রার্থী মোহাম্মদ লোকমান পেয়েছেন ৪০ ভোট।
উল্লেখ্য, এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এবং আঞ্চলিক কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী ২৪ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। এরপর নিয়মিত সদস্যদের ১৭২ জনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২৫ আগস্ট, ২৭ আগস্ট মনোনয়ন ফরম উত্তোলন ও জমা, ২৮ আগস্ট ফরম যাচাই-বাছাই, ২৯ আগস্ট আপত্তি নিষ্পত্তি, ৩০ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার, ৩১ আগস্ট প্রতীক বরাদ্দের পর ২ সেপ্টেম্বর হতে প্রচারণা শুরু করে প্রার্থীরা। ১০ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। এসময় অপর চার নির্বাচন কমিশনার আলী নেওয়াজ বলি, আবু লাইছ, আব্দুল মতিন ও দিলীপ সরকার সাথে ছিলেন।
ঝাকঝমকপূর্ণ সারাদিনের এই ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেছেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শামীম, চিকনদন্ডী চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, উত্তর মাদার্শা চেয়ারম্যান শাহেদুল আলম। ইউপি সদস্য নূর হোসেন, মোহাম্মদ দেলোয়ার এবং রিয়াজুল হক পলাশ। সমাজসেবক মুজিব উদ্দৌলা চৌধুরী, থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমূখ।